নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুরে শিরোনামে উঠে এল মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা গ্রাম। দিনের বেলা "হায়না" গ্রামে প্রবেশ করার ঘটনায় শোরগোল পড়েছিল। আর এবার এক গৃহস্থের বাড়িতে খাটের তলায় রাতের বেলা ঢুকে পড়ল বিশাল এক রক পাইথন। সে একবারে হুলুস্থুলু কাণ্ড। তবে উদ্ধার করল সর্প বন্ধু।
গত কয়েক সপ্তাহ আগে মেদিনীপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে থাকা জঙ্গলে ঘেরা মুড়াকাটা গ্রামে দিনের বেলা ঢুকে পড়েছিল একটি হিংস্র হায়না। গ্রামবাসীরা প্রথমে আতঙ্কিত হলেও পরে তাকে পিটিয়ে মেরেছিল নৃশংসভাবে। অভিযুক্তদের খোঁজ করছে এখনো বন দফতর। এই ঘটনা নিয়ে শোরগোল হয়েছিল। ফের সেই গ্রামেই জঙ্গল থেকে একটি বড় রক পাইথন ঢুকে পড়লো এক ব্যক্তির বাড়িতে। স্থানীয় বাসিন্দারা জানান যে রাতে ঘুমোতে যাওয়ার আগে খাটের তলায় হিস হিস শব্দ শোনা যাচ্ছিল। সন্দেহ হওয়ায় টর্চের আলো খাটের তলায় ফেলতেই চমকে যান ওই বাড়ির বাসিন্দারা। বুঝতে পারেন বিশাল এক ময়াল সাপ ভিতরে ঢুকে পড়েছে।
খবর দেওয়া হয় বন দফতরে ও সর্প বন্ধু দেবরাজ চক্রবর্তীকে। রাতেই ছুটে যান দেবারাজ। সাপটিকে সেখান থেকে উদ্ধার করে এনে একদিন প্রাথমিক চিকিৎসা করা হয় বন দফতরের তত্ত্বাবধানে। পরে বন দফতরের সহযোগিতা নিয়ে সাপ উদ্ধারকারী দেবরাজ চক্রবর্তী সাপটিকে নির্দিষ্ট একটি জঙ্গলে গিয়ে ছেড়ে দেন।তবে এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে মুড়াকাটা এলাকা নিয়ে।