৩০০-৪০০টা ড্রোন ঢুকেছিল ভারতের আকাশে, স্পষ্ট করলেন কর্নেল কুরেশি
BREAKING : জরুরি অবস্থার জোরদার প্রস্তুতি গুজরাটে ! বাতিল হল সরকারি কর্মীদের ছুটি
BREAKING : বেসামরিক বিমানের আড়ালে হামলা চালিয়েছে পাকিস্তান ! বড় দাবি করলেন উইং কমান্ডার ভূমিকা সিং
BREAKING : ভারতীয় সেনাকে কুর্নিশ জানাই ! এবার ভারতীয় সেনাকে নিয়ে বড় মন্তব্য করলেন কেশব প্রসাদ মৌর্য
BREAKING : আপদকালীন পরিস্থিতির জন্য কতটা প্রস্তুত রাজ্য ? নিশ্চিত করতে ক্যাবিনেট বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
‘দেশরক্ষার জন্য আমি আমার সিঁদুর পাঠাচ্ছি’, নববধূর এই কথায় এখন শক্তি জওয়ান মনোজ ধ্যানেশ্বর পাতিলের
BREAKING : মাদ্রাসার ছাত্রদের নিয়ে যুদ্ধ করবে পাকিস্তান ! ফের বিতর্কিত মন্তব্য করলেন
BREAKING : পাকিস্তানের ড্রোন ও গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ! রাজৌরির সীমান্তবর্তী এলাকা খালি করছেন বাসিন্দারা
BREAKING : ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ৬ জুন পর্যন্ত হাজতবাসের নির্দেশ দিল কোর্ট !

রাতে খাটের তলায় হিস হিস শব্দ, টর্চ জ্বালাতেই ৯ ফুটের "রক পাইথন"!

আগেরবার হায়না প্রবেশ করেছিল ঘরে আর এবার আবার এক মস্ত বড় ময়াল সাপ। এবার আবার আলোচনায় উঠে এল সেই এক গ্রাম। লম্বায় ৯ ফুটের রক পাইথন সেটি। পুরোটা জানুন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
python

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুরে শিরোনামে উঠে এল মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা গ্রাম। দিনের বেলা "হায়না" গ্রামে প্রবেশ করার ঘটনায় শোরগোল পড়েছিল। আর এবার এক গৃহস্থের বাড়িতে খাটের তলায় রাতের বেলা ঢুকে পড়ল বিশাল এক রক পাইথন। সে একবারে হুলুস্থুলু কাণ্ড। তবে উদ্ধার করল সর্প বন্ধু।

গত কয়েক সপ্তাহ আগে মেদিনীপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে থাকা জঙ্গলে ঘেরা মুড়াকাটা গ্রামে দিনের বেলা ঢুকে পড়েছিল একটি হিংস্র হায়না। গ্রামবাসীরা প্রথমে আতঙ্কিত হলেও পরে তাকে পিটিয়ে মেরেছিল নৃশংসভাবে। অভিযুক্তদের খোঁজ করছে এখনো বন দফতর। এই ঘটনা নিয়ে শোরগোল হয়েছিল। ফের সেই গ্রামেই জঙ্গল থেকে একটি বড় রক পাইথন ঢুকে পড়লো এক ব্যক্তির বাড়িতে। স্থানীয় বাসিন্দারা জানান যে রাতে ঘুমোতে যাওয়ার আগে খাটের তলায় হিস হিস শব্দ শোনা যাচ্ছিল। সন্দেহ হওয়ায় টর্চের আলো খাটের তলায় ফেলতেই চমকে যান ওই বাড়ির বাসিন্দারা। বুঝতে পারেন বিশাল এক ময়াল সাপ ভিতরে ঢুকে পড়েছে।

খবর দেওয়া হয় বন দফতরে ও সর্প বন্ধু দেবরাজ চক্রবর্তীকে। রাতেই ছুটে যান দেবারাজ। সাপটিকে সেখান থেকে উদ্ধার করে এনে একদিন প্রাথমিক চিকিৎসা করা হয় বন দফতরের তত্ত্বাবধানে। পরে বন দফতরের সহযোগিতা নিয়ে সাপ উদ্ধারকারী দেবরাজ চক্রবর্তী সাপটিকে নির্দিষ্ট একটি জঙ্গলে গিয়ে ছেড়ে দেন।তবে এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে মুড়াকাটা এলাকা নিয়ে।