বাংলা আবাসের টাকা ছিনতাই, ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার, চাঞ্চল্য ডেবরায়

চাঞ্চল্য ডেবরায়।  

author-image
Adrita
New Update
ভ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাহাদুরপুর এলাকার বাসিন্দা সেখ সুবেদ আলি। বৃহস্পতিবার  দুপুরে গোলগ্রামের একটি ব্যাংক থেকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকার মধ্যে ৫০ হাজার টাকা তুলে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাইকে করে এসে ওই ব্যক্তির টাকা ছিনতাই করে পালায় দুস্কৃতীরা।

এরপরেই বিকেলে ডেবরা থানায় অভিযোগ দায়ের করে ওই ব্যক্তি। অভিযোগ পাওয়ার পর শুক্রবার দিনভর তল্লাশি চালিয়ে মধ্যরাতে ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এই খবর পাওয়ার পর সুবেদ আলি ডেবরা থানার৷ ওসি এবং তার টিমকে  ধন্যবাদ জানিয়েছেন। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, অভিযুক্তকে আজ মেদিনীপুর আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তার নাম পরিচয় গোপন রেখেছে পুলিশ।