সার্ভিস রিভলভারসহ পুলিশের গাড়ি ছিনতাই ! আটক ১

আটক ১ জন।

author-image
Adrita
New Update
s

নিজস্ব সংবাদদাতা, কাঁকসাঃ সার্ভিস রিভলভারসহ পুলিশের গাড়ি ছিনতাই ! এমন দুঃসাহসিক ঘটনায় কাঁকসায় আটক করা হয়েছে ১ জনকে। এছাড়াও, শোকজ এবং ক্লোজ করা হয়েছে এএসআইসহ দুই কনস্টেবলকে। জানা গিয়েছে যে, ১৯নং জাতীয় সড়কের উপর কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার সামনে চেকপোস্টের বাইরে পুলিশের একটি গাড়ি দাঁড় করানো ছিল। এএসআই মিন্টু মুখার্জী এবং ২ জন কনস্টেবল যথাক্রমে রাম রতন কুমার, আমিনুর রহমান এবং এক সিভিক পুলিশ উদয় ঘোষ গাড়ি রেখে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর তাদের নজরে পড়ে পুলিশের গাড়িটি উধাও। কিন্তু তার থেকেও বড় ব্যাপার গাড়ির ভেতর থাকা দুটি সার্ভিস রিভলভারও গায়েব। যার ফলে চরম বিপাকে পড়েন পুলিশ কর্মীরা।

এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা এলাকায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় শুরু হয় নাকা চেকিং। পরবর্তীকালে আসানসোল শহর থেকে উদ্ধার করা হয় গাড়িটিকে। উদ্ধার করা হয় গাড়িতে থাকা দুটি রিভ্লভারও। এই ঘটনায় আটক করা হয় ১ জনকে।

এখন প্রশ্ন উঠছে যে গাড়ির মধ্যে এভাবে রিভলভার রেখে কোথায় গিয়েছিলেন পুলিশ কর্মীরা ? এই ভাবে গাড়ি ছিনতাই করে নিয়ে গেলই বা কে ? এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা বলেন," কাঁকসা থানার এএসসহ দুই কনস্টেবলকে শোকজ এবং ক্লোজ করা হয়েছে। সিভিক ভলেন্টিইয়ারের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। কি উদ্দেশ্যে গাড়ি ছিনতাই হয়েছে সেই নিয়েও তদন্ত শুরু হয়েছে। "