Big Update: রেমালের দাপটে ভেঙে পড়েছে বহু গাছ! বন্ধ চলাচল ব্যবস্থা

গতকাল রাতভর চলেছে ঘূর্ণিঝড় রেমালের দাপটে বহু গাছ ভেঙে পড়েছে রাস্তায়। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
vjjklq1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ  গতকাল রাতভর দাপট চলেছে ঘূর্ণিঝড় রেমালের। তবে সুন্দরবন সহ দুই চব্বিশ পরগণার নদী তীরবর্ত এবং সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে মাটির বাঁধ ভেঙে জল ঢোকার ভয় থাকলেও বিপদের সম্মুখীন হতে হয়নি।

vjjklq2.jpg

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে সুন্দরবনের কাছে গাছ উপড়ে পড়েছে বহু। উপচে পড়া গাছ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। 

Add 1