পথ অবরোধ, সমস্যায় নিত্য যানবাহনসহ সাধারণ মানুষ

সমস্যায় সাধারণ মানুষ।

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ সাত সকালে দাসপুরে পথ অবরোধ। সমস্যায় নিত্য যানবাহন সহ সাধারণ মানুষ। ঘটনা সামাল দিতে পথে নামতে হয় দাসপুর থানার পুলিশকে। জানা যায় আজ রবিবার এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গোপিগঞ্জ সুলতাননগর রাজ্য সড়কের ওপর।

জানা যায় ওই সড়কের উপর জটাধরপুরে একটি নতুন পেট্রোল পাম্প নবনির্মিত হচ্ছে,আর ঠিক সেই পেট্রোল পাম্পের পাশ দিয়ে একটি গুরুত্বপূর্ণ ঢালাই রাস্তা দাসপুরের করুনাচক পর্যন্ত রয়েছে। কিন্তু রাস্তার মূল পথে পাম্পের কনস্ট্রাকশন এর কাজের জন্য রাস্তা ব্লক করে দেওয়া হয়। ফলে বন্ধ হয়ে ওই এলাকার বাসিন্দা দের যাতায়াত। যার কারণে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী প্রথমে বাধা দেয় পাম্প কর্তৃপক্ষকে। কিন্তু সেই বাধা না মানলে পথ অবরোধে নামতে এলাকাবাসীদের। প্রায় মিনিট দশেক চলে অবরোধ। পরে দাসপুর থানায় খবর দিলে দাসপুর পুলিশ ঘটনাস্থলে এসে মালিকপক্ষের সাথে কথা বলে পথ অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

জানা যায় মীমাংসার মাধ্যমে ওই কনস্ট্রাকশন ভেঙে নতুন করে আবার যাওয়ার ব্যবস্থা করে দেয় পাম্প কর্তৃপক্ষের উদ্যোগে। তবে সাত সকালে এমন ঘটনায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।