হড়পা বান! জলের তলায় রাস্তা

হড়পা বানে জলের তলায় রাস্তা। বিপাকে গ্রামের বাসিন্দারা। পিংলায় যোগাযোগ বিচ্ছিন্ন এক গ্রামের বাসিন্দাদের সঙ্গে অন্য গ্রামের বাসিন্দাদের। জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার।

author-image
Pallabi Sanyal
New Update
cc

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পিংলায় জলের তোড়ে ডুবলো অস্থায়ী রাস্তা। অস্থায়ী সেতুতে বন্ধ ভারী যান চলাচল। সেটাও ডুবলে পিংলার সঙ্গে বেশ কয়েকটি এলাকার যোগাযোগ বিছিন্ন হবে। ২০ কিমি ঘুরপথে মানুষজনকে আসতে হবে পিংলায়। 
বুধবার সকালের পর থেকে হঠাৎ করেই পিংলার জোড়াবাঁধ এলাকায় চন্ডী নদীতে হড়পা বান আসে। যার যেরে পিংলার সঙ্গে পিংলার বেশ কয়েকটি অঞ্চলের যাতায়াতের অস্থায়ী রাস্তা জলের তলায়। বর্তমানে অস্থায়ী বাঁশের সাঁকো দিয়েই পারাপার করছে মানুষজন।তবে জল বাড়লে অস্থায়ী সেতুও ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।বর্তমানে ভারী যানবাহন যাতায়াত পুরোপুরি বন্ধ। সমস্যার মানুষজন।জল আরো বাড়লে প্রায় ২০ কিমি ঘুরপথে পিংলা আসতে হবে ক্ষীরাই,গোবর্ধনপুর,পিন্ডপুর অঞ্চলের মানুষজনকে।