নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: ঢালাই রাস্তা তৈরী করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি। গুরুতর আহত এক মহিলা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রতাপদীঘি- জকতি গ্রামের ঘটনা। অভিযোগ নিজস্ব জায়গায় দাদাগিরি করে জবরদস্তি রাস্তা তৈরী করছে স্থানীয় তৃণমূল নেতারা।
শুক্রবার রাস্তা তৈরী করার সময় স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি সত্ত্বেস্বর নন্দী, রাম দাস, অস্বনি সাঁতরা, সুদীপ দাস ও তাঁর দল বল নিয়ে লোকেদের সাথে চরম উত্তেজনা তৈরী হয় জমির মালিকের সাথে। জমির মালিক অনন্ত কুমার কর্মী ও তাঁর পরিবারের লোকেরা অভিযোগ করেন যে, জোরপূর্বক তাঁদের জায়গা দখল করে গ্রাম পঞ্চায়েত রাস্তা তৈরী করছে।
/anm-bengali/media/media_files/2025/03/07/34ygymnj-413229.png)
“শুক্রবার আমরা বাধা দিতে গেলে আমাদের উপর চড়াও হয়ে মারধর করে। চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। গুরুতর আহত হয় জমির মালিক অনন্ত কুমার কর্মীর মেয়ে। এই বিষয়ে গত বৃহস্পতিবার পটাশপুর ২ ব্লকের বিডিও শঙ্খ ঘটকের কাছে অভিযোগ জানায় জমির মালিক অনন্ত কর্মী।
তিনি বলেন, “আমার কাছে ঐ জমির সমস্ত বৈধ দলিল, রেকর্ড সহ সব কাগজপত্র রয়েছে। আমরা বিজেপি করি। স্থানীয় তৃণমূল নেতারা গায়ের জোরে রাস্তা তৈরী করছে। আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি”। প্রায় ১৭২ মিটার রাস্তা প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের তৈরী হচ্ছে। বিডিও শঙ্খ ঘটক বলেন, বিষয়টি খতিয়ে দেখবো কি সমস্যা রয়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/07/34rtgghk-910644.png)
তবে পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি বলেন, “রাস্তা সরকারি নিয়মে তৈরী হচ্ছে। মারধরের অভিযোগ মিথ্যে। দুই বছর ধরে অনন্ত কর্মী ও তাঁর পরিবারের লোকেরা নাটক করছে। ঐ জায়গা অনন্ত কর্মীর নয়। আমরা নিজেরা থেকে আমিনকে দিয়ে জমি মেপে দেখেছি”। কাজ বন্ধ হবে না বলে দাবি স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা স্বপন মাইতির।