রাস্তায় উঠছে চাপ চাপ পিচ! কাজ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী

রাস্তায় উঠছে চাপ চাপ পিচ। নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করছে ঠিকাদার। বিডিওর দারস্থ এলাকাবাসী। অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস পূর্ত কর্মাধ্যক্ষর।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-06-11 at 6.30.22 PM.jpeg

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৯ নং ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার থেকে লোয়াদা পর্যন্ত ৮ কিমি রাস্তার সংস্কারের কাজ চলছে। তবে কাঁকড়া এলাকায় যা কাজ হচ্ছে তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।

চাপ চাপ পিচ উঠে যাচ্ছে রাস্তায়। তাই ঠিকাদারকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় বিডিওর দারস্থ হল এলাকাবাসী। আজ দুপুরে বিডিওকে একটি লিখিত ডেপুটেশন জমা দেয় এলাকাবাসী। তাদের দাবি কাজ সুষ্ঠুভাবে হোক এবং ভালোভাবে হোক। 

এই বিষয়ে ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া জানান, 'আমাদের ওই এলাকায় রাস্তা রিপেয়ারিং হচ্ছে। তবে কে করছে জানি না। এলাকাবাসীরা যদি আমাকে লিখিত অভিযোগ জানায় আমি বিষয়টি খতিয়ে দেখব'। 

 tamacha4.jpeg