আর কিছুক্ষণ, ফের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী
এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত
আপাতত প্রচণ্ড গরম থেকে মুক্তি, কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম বাড়বে!
এ কোন সকাল? প্রাণের ঝুঁকিতে আমাদের প্রতিনিধি, শোনা যাচ্ছে পাক-গুলির আওয়াজ
"যখন উপযুক্ত হবে", তখন ক্ষতির পরিমাণ প্রকাশিত হবে! জানাল ভারত
দেশের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ! জানিয়ে দেওয়া হল তারিখ
সূর্য ও শনি একসাথে এই ২টি রাশিকে 'আক্রমণ' করবে, এই ভুল করলে জীবন নরকে পরিণত হবে!
রাজ্য জরুরি অপারেশন সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী! করলেন পোস্ট
মীন রাশির জাতকরা লোভ এবং প্রলোভন থেকে দূরে থাকুন

মেচেদায় রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

সামনেই দুর্গা পুজো। এদিকে চলাচলের অযোগ্য রাস্তা। বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল। পূর্ব মেদিনীপুরে বিক্ষোভ প্রদর্শন। পথ অবরোধ।

author-image
Pallabi Sanyal
New Update
wd

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেচেদা। অথচ মেচেদার পাঁচ মাথা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মাত্র ২০০ মিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এই রাস্তাটি অবিলম্বে মেরামত করার দাবিতে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের মেচেদা লোকাল কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। কিন্তু এ যাবৎ কোন পদক্ষেপ না নেওয়ায় এসইউসিআই(কমিউনিস্ট) দলের মেচেদা লোকাল কমিটির পক্ষ থেকে আজ ওই রাস্তায় পথ অবরোধ করা হয়। সকাল ১০ টা থেকে প্রায় পঞ্চাশ মিনিট অবরোধ চলে। কয়েক শত সাধারন মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধে সামিল হন। এরপর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
দলের মেচেদা লোকাল কমিটির সম্পাদক সুব্রত দাস বলেন, আগামী ১৫ দিনের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে যদি রাস্তাটি মেরামতের কোন উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলন হবে।
তিনি বলেন, বাসস্ট্যান্ডে প্রতিদিন যে শত শত বাস, ট্রেকার , মাছের গাড়ি যায়, ওই সমস্ত গাড়ি থেকে প্রতিদিন টাকা তোলা হয়। বাস স্ট্যান্ড কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তমলুকের এসডিও আছেন। তিনি তাহলে কেন এই রাস্তাটি মেরামতের উদ্যোগ নেবেন না? দূর্গা পূজার পূর্বে এই রাস্তাটি মেরামত না করা হলে সাধারণ মানুষ খুবই সমস্যার মধ্যে পড়বে।