আরো এক বিজেপি কর্মীর মৃত্যু! ছুটির দিনে পথ অবরোধ করে বিক্ষোভ

বিজেপি কর্মীকে গুলি করে হত্যার ঘটনার প্রেক্ষিতে রবিবার সকাল থেকেই চাঞ্চল্য লক্ষ্য করা গেল রানীসায়ের এলাকায়। সকাল থেকেই বিজেপি নেতা রাজেন্দ্র সাউয়ের হত্যার ঘটনার প্রেক্ষিতে বিজেপির নেতাকর্মীরা তার বাড়ির সামনে এসে জড়ো হন।

author-image
Pallabi Sanyal
New Update
protest

প্রতিবাদ


হরি ঘোষ, দুর্গাপুর : জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়ির চাঁদা ও বোগড়ার মাঝে ১৯ নম্বর জাতীয় সড়কে  রানীগঞ্জের এক বিজেপি কর্মী তথা ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনার প্রেক্ষিতে রবিবার সকাল থেকেই চাঞ্চল্য লক্ষ্য করা গেল রানীসায়ের  এলাকায়।  সকাল থেকেই বিজেপি নেতা রাজেন্দ্র সাউয়ের হত্যার ঘটনার প্রেক্ষিতে বিজেপির নেতাকর্মীরা  তার বাড়ির সামনে এসে জড়ো হন। পরে সকাল দশটা নাগাদ বিজেপির অসংখ্য নেতাকর্মী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সভাপতি সিং  ও রানীগঞ্জ শহর মন্ডলের সভাপতি দেবজিৎ খাঁয়ের নেতৃত্বে প্রায় ১৫ মিনিট ধরে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।  পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা চলছে।  মানুষজন দীর্ঘক্ষণ অবরোধে আটকে রয়েছে । বিক্ষোভকারীদের ঘটনায় দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলে  অবরোধ তুলে নেওয়া হয়। এদিন দেবজিৎ খাঁ ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।