নিজস্ব সংবাদদাতা, জামুরিয়াঃ সিঙ্গারণ নদী রক্ষার দাবিতে আজ সিঙ্ঘারণ নদী রক্ষা কমিটি ও বিজ্ঞান মঞ্চের যৌথ উদ্যোগে পথসভা এবং জাতীয় সড়ক ২-এ সাময়িক পথ অবরোধ করা হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন এলাকার প্রাক্তন বিধায়ক ধীরজ লাল হাজরা। তিনি জানান, '' নদীকে বাঁচানোর জন্য বহুবার আবেদন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আজ পথ অবরোধ করে প্রতিবাদ জানানো হয়েছে। ''
প্রাক্তন বিধায়ক আরও বলেন, '' স্থানীয় কিছু কারখানা মালিকের বেআইনি কার্যকলাপের কারণে নদীর স্বাভাবিক গতি বাধাপ্রাপ্ত হয়েছে। তারা নদীর একটি বড় অংশ দখল করে রেখেছে, যা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। যত দ্রুত সম্ভব এই কারখানা মালিকদের বাধ্য করতে হবে যে তারা নদীকে তার প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে দেবে। ''
নদী রক্ষা কমিটির আহ্বায়ক অজিত কুমার কোড়া বলেন, '' নদী এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ রক্ষা না করলে মানব সভ্যতা টিকে থাকতে পারবে না। যেভাবে কারখানা মালিকরা নদী দখল করে দূষণ ছড়াচ্ছে, তা অত্যন্ত বিপজ্জনক। আজকের আন্দোলনের মাধ্যমে প্রশাসনের নজরে আনার চেষ্টা করা হচ্ছে, যাতে নদীকে রক্ষা করা হয় এবং অবিলম্বে দখলমুক্ত করা হয়। ''
এই আন্দোলন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে সামনে এনে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।