নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: হাতির তাণ্ডবের জেরে ফের পথ অবরোধ ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকে। শনিবার সকালে সাঁকরাইল ব্লকের চামটিডাঙ্গা এলাকায় পথ অবরোধ করে এলাকাবাসী। শুক্রবার রাতে সাঁকরাইলের শুশনিগেড়িয়া গ্রামে হাতি তাণ্ডব চালায়। ওই গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙে চাল, ডাল ও অন্যান্য সামগ্রী যা ছিল তা খেয়ে এবং ছড়িয়ে নষ্ট করে দিয়েছে। পাশাপাশি তিনটি বাড়ি ও একটি সার্বমারসাল নষ্ট করে দিয়েছে। এই অবরোধ হয় গুপ্তমনি থেকে কেশিয়াপাতা যাওয়ার শুশনিগেড়িয়া এলাকায়।
দিনের পর দিন হাতির উপদ্রব বেড়েই চলেছে জঙ্গলমহলে। ক্ষয়ক্ষতির তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তাও হুস নেই বন দফতরের। এই হাতির তাণ্ডবের জন্যই আজ সকাল থেকে পথ অবরোধে নামে এলাকাবাসীরা। ঘটনাস্থলে বন দফতরের বিট অফিসার অভিজিৎ চক্রবর্তী সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এদিকে বন প্রতিমন্ত্রী এই জেলার তবু হাতির উপদ্রব কমানোর জন্য কোনও সঠিক পদক্ষেপ নিতে আজ অবধি নিতে দেখা যায়নি তাঁকে। পাশাপাশি ক্ষতিপূরণের টাকাও পাওয়া যাচ্ছে না। যখন এলাকার মানুষজনের ঘরবাড়ি ভাঙছে তখনও এলাকার বন প্রতিমন্ত্রীকে দেখা যায় না বলে অভিযোগ উঠছে। প্রায় ৫ ঘন্টা পর বন দফতর এবং সাঁকরাইল থানার পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী।