নিজস্ব সংবাদদাতা: ইদের সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহী তরুণের ৷ মৃতের নাম শেখ আরিফ (১৮) ৷ অভিযোগ, একটি বাস বেপরোয়া গতিতে পিছন থেকে বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ ৷ সোমবার ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ার সিমলাগড় ১৯ নম্বর রেলগেটের কাছে ৷ ঘটনায় বাইকে থাকা আরেক তরুণ শেখ সাইদ গুরুতর আহত হয়েছেন ৷
/anm-bengali/media/media_files/2025/03/31/j10H9j2Czbj3ch0xL91E.PNG)
জানা গিয়েছে, ইদের সকালে বন্ধু সাইদের সঙ্গে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন শেখ আরিফ ৷ তাঁরা বর্ধমান থেকে কলকাতার দিকে আসছিলেন ৷ ঘাতক বাসটিও বর্ধমানের দিক থেকে আসছিল বলে জানা গিয়েছে ৷ অভিযোগ, ১৯ নম্বর রেলগেট পেরনোর পর বাসটি পিছন থেকে এসে তাঁদের বাইকে ধাক্কা মারে ৷