জাতীয় সড়কে সাতসকালে ঘন কুয়াশায় দুর্ঘটনা! বলি অ্যাম্বুলেন্স চালক, আহত ৪

কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-01-06 at 12.09.50 PM

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা: সোমবার সাত সকালে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেইনারের পেছনে ধাক্কা মেরে দুর্ঘটনাগ্রস্ত হল ওড়িশাগামী অ্যাম্বুলেন্স। ঘটনার সাথে সাথেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালকের। মৃতের নাম ঈশ্বরচন্দ্র সর্দার (৪০)। বাড়ি বাঁকুড়ার কোতুলপুর এলাকায়। আহত হয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা চারজন। 

WhatsApp Image 2025-01-06 at 12.09.49 PM

জানা গেছে চন্দ্রকোনা টাউনের তাতারপুর এলাকা থেকে অ্যাম্বুলেন্সে করে ওড়িশার ভুবনেশ্বর এইমসে চিকিৎসা করাতে যাচ্ছিলেন চারজন। সোমবার সকাল সাতটা নাগাদ ঘন কুয়াশায় জাতীয় সড়কে দাঁতন থানার বামনপুকুরের কাছে একটি কন্টেনারকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে তার পেছনে ধাক্কা মেরে দুর্ঘটনাগ্রস্ত হয় অ্যাম্বুলেন্সটি। পুলিশের অনুমান ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালকের। আহত চারজনের নাম প্রিয়ব্রত রায়, সুব্রত রায়, অবিনাশ রায় ও অজয় মণ্ডল। এদের প্রত্যেকের বাড়ি চন্দ্রকোনা টাউনের তাতারপুর এলাকায়। আহতদের প্রথমে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতাল ও পরে তাদের অবস্থা অবনতি হলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করেছে দাঁতন থানার পুলিশ।