নিজস্ব সংবাদদাতা: জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার সোনাকনিয়ার কাছে।
জানা গিয়েছে শুক্রবার রাতে দাঁতনের দিক থেকে একটি পাইপ বোঝাই লরি ওড়িশার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কোনও এক গাড়ির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় গাড়ির মধ্যে আটকে পড়েন লোহার পাইপ বোঝাই লরির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিস। পুলিসের চেষ্টায় আহত ওই চালককে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে মৃত চালকের নাম যোগেন্দ্র যাদব ম (৩৫), বাড়ি বিহারে। কর্মসূত্রে হাওড়ার ধুলাগড়ে ভাড়া বাড়িতে থাকতেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।
অপরদিকে জাতীয় সড়কের উপর দুটি মোটর বাইকের সংঘর্ষে গুরুতর আহত হল শিশুকন্যা সহ চারজন। দুর্ঘটনাটি ঘটেছে খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার মনোহরপুরের কাছে। জানা গেছে দুটি মোটর বাইক মনোহরপুরের দিকে আসার সময় সামনে থাকা মোটর বাইকটি হঠাৎ করে বাঁক নেওয়ায় পিছনে থাকা মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনের মোটর বাইকটিতে। দুটি মোটরবাইক থেকে ছিটকে পড়ে জখম হন এক শিশু সহ চার জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। এরপর স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে পরে অন্যত্র স্থানান্তরিত করা হয়। আহতদের বাড়ি দাঁতন থানার নন্দকুড়িয়া ও বামনদা এলাকায়। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের উপর। এরপর জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও দাঁতন থানার পুলিসের সহযোগিতায় মোটরবাইকটি দুটিকে উদ্ধার করলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।