নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলা জুড়ে বৃষ্টির ফলে ফের ফুলে ফেঁপে উঠছে ডুলুং, কংসাবতী নদীর জল। ইতিমধ্যে ডুলুং নদীর জল জাম্বনী ও চিল্কীগড়ের যোগসূত্র কজওয়ের উপর দিয়ে বইতে শুরু করেছে। এর ফলে যোগায়গ বিচ্ছিন্ন হয়েছে ঝাড়গ্রাম এর সাথে চিলকিগড়ের। আজ সকাল থেকে যেভাবে মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে, তাতে গীধনি আন্ডারপাসে এক কোমর জল জমেছে। সমস্যায় পড়ছেন ১০ টি গ্রামের মানুষ। বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে, ফলে প্রশাসনের তরফে বিশেষ নজরদারি রয়েছে।