নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের লোয়াদা সদরঘাট এলাকা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছিল। নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদী বাঁধ সংস্কারের জন্য সেচ দপ্তর থেকে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এমনকি মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া এবং বিধায়ক হুমায়ুন কবীরও মুখ্যমন্ত্রীকে বলেছিলেন।
ইতিমধ্যে তার কাজ দ্রুততার সঙ্গে চলছে। একাধিক জায়গায় সম্পূর্ণও হয়ে গিয়েছে। তবে কয়েকদিন ধরে এলাকার মানুষজন নদীর বাঁধ মেরামত সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানায় বিধায়ককে। অভিযোগ পেয়ে সরজমিনে কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখলেন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। এলাকার মানুষের সাথে কথা বলেন তিনি এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পাশে থাকার আশ্বাস দেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া সহ অনান্যরা।
/anm-bengali/media/post_attachments/81110b5a-b52.png)