নিজস্ব সংবাদদাতা : হাতে সময় কম থাকলে তাড়াহুড়ো করে স্টেশনে প্রবেশ করা থেকে চলন্ত ট্রেনে দৌঁড়ে ওঠার মতো ঝুঁকি পূর্ণ পদক্ষেপ নিয়ে থাকেন অনেক যাত্রীই। কেউ বা আবার ট্রেনের কামড়ার ভিতরে না দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে যাত্রা করেন। বাঁদুর ঝোলা ভিড়ে ঝুলে ঝুলেও যান কেউ কেউ। কিন্তু ভেবে দেখেছেন কখনও এতে আপনার প্রাণের ঝুঁকি রয়েছে। কত সময়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়েছেন কত যাত্রী। এমনকি শিশু সমেত পড়ে যেতে দেখা গিয়েছে বাবা-মাকে। আরপিএফের তরফে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করে সতর্ক করা হলেও এক শ্রেণীর যেন হুঁশ ফেরার নয়। এবার তাই সচেতনতার প্রচার শুরু করলো রেল।
জানেন কি, চলন্ত ট্রেনে দৌঁড়ে ওঠার ঘটনা ঘটতে দেখে বা ঝুলে ঝুলে যাত্রা করার বিষয়টি রেলকে জানানোর পরেও যদি হুঁশ না ফেরে তাহলে বিপদ আপনারই। রেলওয়ে আইন ১৯৮৯-এর ১৫৬ ধারা অনুসারে, যদি কোনও যাত্রীকে রেলওয়ের কর্মচারীর তরফে সতর্ক করার পরেও ট্রেনের ছাদে কিংবা ইঞ্জিনের সামনে বা ঝুলে ঝুলে দরজার সামনে যাত্রা করতে দেখা যায় সেক্ষেত্রে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড কিংবা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
টিটিরা সতর্ক করার পরেও ফুট বোর্ডে বা দরজার কাছে দাঁড়িয়ে ভ্রমণের জন্য জরিমানা আরোপ করা হতে পারে। টিকিট চেকিং কর্মীদের নির্দেশনা অমান্য করার ফলে অপরাধীকে আরপিএফ কর্মীদের হাতে তুলে দেওয়া হতে পারে। কারণ জীবন অনেক মূল্যবান। তাড়াহুড়ো করে নেওয়া আপনার একটি ছোট পদক্ষেপ মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে । অনেক ঘটনা ঘটেছে এবং রিপোর্ট করা হয়েছে যেখানে যাত্রীরা চলন্ত ট্রেন থেকে ওঠা নামা করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন। গেটের সামনে দাঁড়িয়ে যাত্রা করেন যারা পা পিছলে অনেক সময়েই ঘটেছে বিপত্তি। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মারাত্মক জখম হয়েছেন যাত্রীরা। ভারতীয় রেল যাত্রীদের চলন্ত ট্রেনে ওঠা নামা নিয়ে সতর্ক করেছে। সেই মতো খড়গপুর বিভাগ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক সচেতনতামূলক অভিযান শুরু করেছে। টিটি এবং আরপিএফ কর্মীদের চলন্ত ট্রেনের দরজা এবং ফুট বোর্ডের কাছে ভ্রমণের ঝুঁকি সম্পর্কে ভ্রমণকারী যাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি করার পরামর্শ দেওয়া হচ্ছে।
হঠকারীতার বশে নেওয়া কোনো সিদ্ধান্ত আপনাকে মৃত্যুর মুখে ঠেলে পর্যন্ত দিতে পারে। ট্রেনে উঠে ভিতরে সিটে বসে পড়ুন। জায়গা না থাকলে দাঁড়ান কিন্তু দরজার কাছে নয়। আচমকা দুর্ঘটনায় কারো হাত নেই। নিজের জীবনকে বাজি রেখে ঝুঁকির যাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।