ঝুঁকিপূর্ণ পারাপার, কজ‌ওয়ের উপর দিয়ে বইছে ডুলুং নদীর জল! বিপাকে নিত্যযাত্রী

ডুলুং নদীর জল বইছে কজ‌ওয়ের উপর দিয়ে, বিচ্ছিন্ন চিল্কিগড়। টানা বৃষ্টিতে দু’কূল ভেসে গিয়েছে ডুলুং নদীর।

author-image
Probha Rani Das
New Update
vxccv22.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ঝুঁকিপূর্ণ পারাপার ডুলুং নদীর জল বইছে কজ‌ওয়ের উপর দিয়ে, বিচ্ছিন্ন চিল্কিগড়। টানা বৃষ্টিতে দু’কূল ভেসে গিয়েছে ডুলুং নদীর। ফলে জলে ডুবে গিয়েছে পর্যটন কেন্দ্র চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা কজওয়। তার উপর দিয়ে প্রবল স্রোতে বইছে জল। 

vxccv24.jpg

আর তাতেই জেলার সদর শহর ঝাড়গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চিল্কিগড় ও জামবনী ব্লক। চিল্কিগড়ের সঙ্গে যেমন ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তেমনই জামবনীর সঙ্গে চিল্কিগড়ের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একটু বেশি বৃষ্টি হলেই জলে ভেসে যায় ডুলুং নদী। তার ফলে প্রতিবছরই নিয়ম করে বিচ্ছিন্ন হয়ে পড়ে চিল্কিগড়। 

vxccv23.jpg

আর তাতে জামবনী ব্লকের চিল্কিগড়, গিধনী সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সঙ্গে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারেও নিম্নচাপের বৃষ্টিতে সেই অবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতি এড়াতে চিল্কিগড়ের মানুষ নদীর উপর একটি স্থায়ী সেতু তৈরির দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু তা না হওয়াতেই এই ভোগান্তি বলে তাঁদের অভিযোগ।

Adddd