ধর্না! মতুয়াদের পর এবার এগিয়ে এল আদিবাসী সমাজ

আরো শক্তি বৃদ্ধি তৃণমূলের। ধর্না মঞ্চে এবার আদিবাসী নেতারা। মতুয়াদেরও দেখা গিয়েছিল। লড়াইয়ে নবজোয়ার।

author-image
Pallabi Sanyal
New Update
sa

নিজস্ব সংবাদদাতা : রাজভবনের সামনে তৃণমূলের ধর্নায় পঞ্চম দিন। এবার দেখা গেল আদিবাসী সম্প্রদায়ের নেতাদের। এর আগে দেখা গিয়েছিল মতুয়াদের। এবার পাশে আদিবাসী সমাজ। তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলের পোস্টে লেখা হয়েছে, ''আমাদের ধরনার  পঞ্চম  দিনে, আদিবাসী নেগাচারী কুড়মি সমাজের সিদ্ধার্থ মাহাতা, লোধা সবর কল্যাণ সমিতির আদিত্য নায়ক, সংগ্রামী আদিবাসী মঞ্চের সুবল চন্দ্র সরদার এবং সুন্দরবন আদিবাসী জাগরণের রেণুকা সরদারের মতো নেতাদের উপস্থিতি বাংলার অধিকারের আন্দোলনকে আরো শক্তিশালী করে তুলেছে। আদিবাসী সম্প্রদায় এগিয়ে গেছে, ন্যায়বিচারের জন্য আমাদের লড়াইয়ে একটি অবিচ্ছেদ্য, সক্রিয় শক্তি হয়ে উঠেছে।তাদের কণ্ঠস্বর, এখন আমাদের সাথে একত্রিত, বাংলায় প্রতিধ্বনিত হচ্ছে।''

 

 

hiring.jpg