নিজস্ব সংবাদদাতা: আজ ভোর দখলে নেমেছিলেন শিলিগুড়ির মহিলারা। মোমবাতি জ্বালিয়ে তারা শপথ নিয়েছে যে, ৯ আগস্ট ঘটে যাওয়া কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একজন ডাক্তারের ধর্ষণ-হত্যার বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যেতে হবে। বিক্ষোভে অংশ নেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত মান্তু ঘোষ সহ সর্বস্তরের মানুষ। তিনি জানিয়েছেন এই বিষয়ে তার বক্তব্য।
তিনি বলেছেন, "আমরা টিভিতে যা দেখেছি, ঘটনাটি এই সময়ে ঘটেছে। তাই আমরা প্রতিবাদের জন্য এই সময়টাকে বেছে নিয়েছি। ঘটনার পর এক মাস কেটে গেছে। আমরা মোমবাতি জ্বালিয়ে শপথ নিচ্ছি। এটি সমগ্র নারীজাতির লড়াই। পশ্চিমবঙ্গের মানুষ তার বিচার দাবি করছে। এখানে কি হয়েছে তা কেউ কল্পনাও করতে পারবে না। তাই জনগণ একসঙ্গে ন্যায়ের জন্য লড়াই করছে।”