নিজস্ব সংবাদদাতা: আরজি করের ঘটনার প্রতিবাদ চলছে এখনও। বিভিন্ন জায়গায় সোচ্চার হচ্ছে প্রতিবাদীরা। প্রত্যেকের মনে একটাই কথা চলছে, অভিযুক্তদের কড়া শাস্তি দিতে হবে। আর এই প্রতিবাদের মাঝেই চলছে হুমকি বার্তাও। এবার আরজি করের ঘটনার প্রতিবাদ করায়, প্রতিবাদীকেই দেওয়া হল ধর্ষণের হুমকি। এমনই ঘটনা ঘটেছে দিনহাটায়।
File Picture
ঘটনার কথা জানতে পেরে যখন সেই প্রতিবাদীকে নিয়ে দিনহাটার SUCI নেতা থানায় যায় অভিযোগ জানাতে, তখন সেই SUCI নেতাকে ধরে তৃণমূলের নেতারা মারধর করে বলে অভিযোগ। যদিও এই সম্পূর্ণ বিষয় মিথ্যা বলেই জানিয়েছে তৃণমূল। কিন্তু তারপরও প্রশ্ন থেকেই যায় আরজি করের ঘটনায় প্রতিবাদ জানালে কেনও মহিলাদের আজও সম্মানহানির বিপদের মধ্যে থাকতে হবে? কেনওই বা দেওয়া হচ্ছে ধর্ষণের মতো হুমকি?