নিজস্ব সংবাদদাতা: এবার জুনিয়র চিকিৎসকদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো জলপাইগুড়ি মেডিকেল কলেজে। হাসপাতাল সূত্রে খবর, ক্যান্সার আক্রান্ত রোগিণীকে মৃত ঘোষণার পর, জুনিয়র চিকিৎসকেরা দেহের ময়নাতদন্তের কথা বলায় বেঁকে বসে মৃতের পরিবার। অভিযোগ, ময়নাতদন্ত ছাড়াই ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার দাবি জানায় তারা। রাজি না হওয়ায় জুনিয়র চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আর তাতেই অশান্তি ছড়ায় হাসপাতাল চত্বরে।
File Picture
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)