নিষেধাজ্ঞার পরও ব্যবহার হয়েছে ওষুধ! আর জি কর মেডিক্যাল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

বিতর্কের আবহ কলকাতার আর জি কর (RG Kar News) মেডিক্যাল কলেজের সাম্প্রতিক বিজ্ঞপ্তি ঘিরে। মঙ্গলবার 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল' কোম্পানির তৈরি মোট ১৪টি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। আ

author-image
Jaita Chowdhury
New Update
Rg kar

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বিতর্কের আবহ কলকাতার আর জি কর (RG Kar News) মেডিক্যাল কলেজের সাম্প্রতিক বিজ্ঞপ্তি ঘিরে। মঙ্গলবার 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল' কোম্পানির তৈরি মোট ১৪টি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। আর এরপর গত কাল, কোম্পানির মোট দশটি ওষুধ বন্ধের জন্য নির্দেশিকা জারি করল আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ। আর তাহলে কী এতদিন এই ওষুধগুলো ব্যবহার করা হচ্ছিল? এদিন, স্বাস্থ্য দফতরের নির্দেশের পরও কেন তা বন্ধ হল না? প্রশ্ন তুলল চিকিৎসকদের একাংশের। 

জানা যাচ্ছে, স্বাস্থ্য দফতরের তরফে ব্যবহার না করার নির্দেশ দেওয়ার পরও অভিযোগ উঠছে 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল' কোম্পানির তৈরি 'রিঙ্গার ল্যাকটেট স্যালাইন' ব্যবহার করার। এদিকে ন্যাশনাল মেডিক্য়াল কলেজ, পাশাপাশি, আর জি কর মেডিক্য়াল কলেজ, এছাড়াও SSKM, NRS মেডিক্য়াল কলেজ এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার মেডিক্য়াল কলেজ আর বাঁকুড়া সম্মিলনী মেডিক্য়াল কলেজ-সহ রাজ্যের বেশ কিছু মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ঘিরে এই অভিযোগ ওঠে। 

এদিকে, স্বাস্থ্য দফতরের নির্দেশের পরও, শুধুমাত্র 'রিঙ্গার ল্যাকটেট স্যালাইন' নয়, বাকি নটি ওষুধও আর জি কর মেডিক্যাল কলেজে ব্যবহার করা হচ্ছিল। কিন্তু আগে কেন ব্যবহার বন্ধ করা হল না? আর আজ কেন নতুন করে নির্দেশিকা দিতে হচ্ছে? তার এই প্রশ্ন তুলছেন চিকিৎসকরাই।