মুখ্যমন্ত্রীর চিঠি পেয়েই পদত্যাগ !

DVC ওপরে ক্ষোভ।

author-image
Adrita
New Update
শুরুতেই মুর্শিদাবাদ! জেলা বৈঠকে সাগরদিঘির হারকেই প্রাধান্য মমতার

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করে তিনি বলেছেন, '' সরকার যা সাহায্য করার করবে। কেন্দ্রীয় সরকারের সংস্থা ডিভিসি জল ছাড়ায় এই বন্যা হয়েছে। অতিবৃষ্টিতে এই বন্যা হওয়ার কথাই নয়। ... ''   

bengal flood situation

তিনি আরও বলেন যে, '' জল আর আগুনে ঝুঁকি নেবেন না। অন্তত কয়েকদিন ত্রাণ শিবিরে কিংবা কোনও সেফ জায়গায় থাকুন। তারপর জল নামলে বাড়িতে যান। প্রশাসনকে বলব ত্রাণে যেন কোনও অসুবিধা না হয়। যা যা প্রয়োজন সেটা করুন। প্রতিটা পরিবারকে দেখে নেবেন। কেউ যেন অসুবিধায় না পড়েন। আমি সত্যিই শঙ্কিত। আমি ভিডিসির সঙ্গে সব সম্পর্ক কাট-অফ করব। মানুষকে যদি এই ভাবে ডোবায় তারা। এটা পরিকল্পিত চক্রান্ত। ''   

Mamata Banerjee

এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুইবার চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই চিঠির পরেই ডিভিসি থেকে পদত্যাগ করেছেন রাজ্যের প্রতিনিধি বিদ্যুৎ সচিব শান্তনু বসু। জানা গিয়েছে যে, অনিয়ন্ত্রিত ভাবে জল ছাড়ার প্রতিবাদেই পদত্যাগ করেছেন তিনি। 

Contact DVC - Damodar Valley Corporation

প্রসঙ্গত, পাঁশকুড়া স্টেশন, বিডিও অফিস-সহ শহরের ১৮টি ওয়ার্ডই জলমগ্ন। গতকাল পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুরে কংসাবতীর বাঁধ ভেঙে যায়।