বাঘের আতঙ্কে দিন কাটছে  কটুচুয়া গ্রামের বাসিন্দাদের

দিন কাটছে আতঙ্কে।

author-image
Adrita
New Update
সুন্দরবনে ঘন ঘন বাঘের দর্শন

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ বাঘের আতঙ্কে কাঁপছে বেলপাহাড়ি র শিমুলপাল অঞ্চলের কটুচুয়া গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে  ঝাড়গ্রামের কটুচুয়া গ্রাম সংলগ্ন জঙ্গলে অবস্থান করছে বাঘিনী যামুনা। বাঘটিকে এই মূহুর্তে  নজরবন্দি করে রাখতে উড়িষ্যা টাইগার রিজার্ভ ফরেষ্ট এবং ঝাড়গ্রাম বনদফতরের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে। 

গ্রাম জুড়ে মাইকিং করা হয়েছে যে সন্ধ্যার পরে যেন কেউ বাইরে বের না হন। গ্রামবাসীদের বক্তব্য, ' বাইরে আমরা বেরবোনা। বাইরে আগুন জ্বেলে রাখা হবে। ' কিন্তু গবাদি পশুদের নিয়ে চিন্তায় রয়েছেন তারা। যদিও ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম জানান, ' সবরকম সাবধানতা অবলম্বন করা হচ্ছে। '