তৃতীয় সুফল বাংলা মৎস্য স্টলের সূচনা তিলোত্তমায়, ‘টাটকা মাছের’ সন্ধানে এই উদ্যোগ বলছেন মন্ত্রী
‘মানুষ সস্তায় কিনুক টাটকা মাছ, তাই এই ব্যবস্থা’, বলছেন রোশনি সেন
সুফল বাংলা মৎস্য স্টলের প্রথম ক্রেতা কলকাতা পুরসভার মেয়র, সুলভে কিনলেন পছন্দের মাছ
বিকাশ ভবনের সামনে আরও নামল পুলিশ বাহিনী
বিকাশ ভবন- কিভাবে মারছে দেখুন, আমাদের কোনও অন্যায় নেই- চারিদিকে শুধু বাঁধভাঙা কান্না
বিকাশ ভবন- ফের ধুন্ধুমার, ফের লাঠিচার্জ পুলিশের
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বলেছেন?
এখনও ঝুলছে তালা, বিকাশ ভবনের সামনে রক্তারক্তিকাণ্ড
শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত শিক্ষকদের উপর রাজ্য পুলিশ বর্বর লাঠিচার্জ- এবার মুখ খুললেন সুকান্ত মজুমদার

বহুতল আবসনে পর পর চুরির ঘটনা, পথ অবরোধে বিক্ষুব্ধ আবাসিকরা

বিক্ষুব্ধ আবাসিকরা।

author-image
Adrita
New Update
ি

নিজস্ব সংবাদদাতা, কাঁকসাঃ কাঁকসার বামনাড়ার বহুতল আবাসনের পরপর ফ্লাটে চুরির পর নিরাপত্তা রক্ষীদের বসিয়ে দেওয়ার অভিযোগ আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে। ফলে পানীয় জল বিদ্যুৎ সহ নানান পরিষেবা ব্যাহত। তারই প্রতিবাদে বুধবার সকালে বামুনাড়া থেকে মুচিপাড়া যাওয়ার পথ অবরোধ করে বিক্ষোভ আবাসিকদের। ব্যাপক উত্তেজনা কাঁকসার বামুনাড়ায়।

এক আবাসিক কৌশিক চট্টোপাধ্যায়ের অভিযোগ,"সোমবার গভীর রাতে আমাদের আবাসনের তিনটি ফ্ল্যাটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। কাল সকাল থেকে চরম আতঙ্কিত আমরা। আর আজ সকালে দেখছি জল,বিদ্যুৎ কিছুই নেই। আবাসনের পরিষেবা ব্যাহত হয়েছে। পরে জানতে পারলাম নিরাপত্তারক্ষীদের ও আবাসনের কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের নিরাপত্তা পুলিশ কেন দিলো না। আমরা চরম সমস্যার মধ্যে এখন। সেই জন্যই পথ অবরোধ করেছি। এই সমস্যার সমাধান না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।"

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার মালানদিঘী ফাঁড়ির পুলিশ। পুলিশের আশ্বাসে প্রায় আধঘন্টা পর উঠে অবরোধ।