নিজস্ব সংবাদদাতা, কাঁকসাঃ কাঁকসার বামনাড়ার বহুতল আবাসনের পরপর ফ্লাটে চুরির পর নিরাপত্তা রক্ষীদের বসিয়ে দেওয়ার অভিযোগ আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে। ফলে পানীয় জল বিদ্যুৎ সহ নানান পরিষেবা ব্যাহত। তারই প্রতিবাদে বুধবার সকালে বামুনাড়া থেকে মুচিপাড়া যাওয়ার পথ অবরোধ করে বিক্ষোভ আবাসিকদের। ব্যাপক উত্তেজনা কাঁকসার বামুনাড়ায়।
এক আবাসিক কৌশিক চট্টোপাধ্যায়ের অভিযোগ,"সোমবার গভীর রাতে আমাদের আবাসনের তিনটি ফ্ল্যাটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। কাল সকাল থেকে চরম আতঙ্কিত আমরা। আর আজ সকালে দেখছি জল,বিদ্যুৎ কিছুই নেই। আবাসনের পরিষেবা ব্যাহত হয়েছে। পরে জানতে পারলাম নিরাপত্তারক্ষীদের ও আবাসনের কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের নিরাপত্তা পুলিশ কেন দিলো না। আমরা চরম সমস্যার মধ্যে এখন। সেই জন্যই পথ অবরোধ করেছি। এই সমস্যার সমাধান না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।"
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার মালানদিঘী ফাঁড়ির পুলিশ। পুলিশের আশ্বাসে প্রায় আধঘন্টা পর উঠে অবরোধ।