নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। ইউনিটি ফোরাম দীর্ঘদিন ধরে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত সংক্রান্ত রিপোর্ট পাওয়ার চেষ্টা করছিল। এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। কলকাতা হাইকোর্টে সেই মামলায় সরকারি কর্মী সংগঠনের জয় হয়।
তবে, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ মানেনি রাজ্য সরকার। এরপর হাই কোর্টে আদালত অবমাননার মামলার আবেদন দায়ের হয়েছে। সেই আবেদন কলকাতা হাইকোর্টে ২৪ মে গৃহীত হয়েছে। জানা গিয়েছে, আগামী ১৪ জুন এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
প্রসঙ্গত, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট না পেয়ে ইউনিটি ফোরাম আদালত অবমাননার মামলা দায়ের করে। কলকাতা হাইকোর্টে গত ৮ এপ্রিল এই মামলার আবেদন করা হয়। ২৪ মে এই মামলাটি হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য গ্রহণ করেন। আগামী ১৪ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।