নিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, পুনর্নির্বাচনে সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাহিনী-বিতর্কে কার্যত ক্ষোভের মুখে রাজ্য নির্বাচন কমিশন। শনিবার পঞ্চায়েত ভোটে বাহিনী মোতায়েন নিয়ে সমন্বয়ের কমিশনকে কার্যত কাঠগড়ায় তুলেছেন বিএসএফের ডিআইজি ইস্টার্ন কমান্ড এসএস গুলেরিয়া। স্পর্শকাতর বুথ নিয়েও উষ্মা প্রকাশ করেছেন তিনি। তাতেও কমিশনের ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। এই আবহে সোমবার রাজ্যে ৬৯৭টি বুথে পুনর্নির্বাচন। নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, সবকটি বুথে বাহিনী মোতায়েন থাকবে।
কমিশন জানিয়েছে, বুথে বাহিনী বিন্যাসের ক্ষেত্রে এক বুথের জন্য এক সেকশন অর্থাৎ আট জন জওয়ান থাকবে। একটি এবং দু’টি বুথের প্রেমিসেসে এক সেকশন বাহিনী। তিন এবং চার বুথের প্রেমিসেসে দুই সেকশন বাহিনী, পাঁচ থেকে ছয় বুথের প্রেমিসেসে তিন সেকশন বাহিনী এবং সাত বা তার বেশি সংখ্যক বুথের প্রেমিসেসে চার সেকশন বাহিনী থাকবে।