আগামীকাল পুনর্নির্বাচন! ভোটগ্রহণে কী থাকবে কেন্দ্রীয় বাহিনী?

এখনও শেষ হয়নি পঞ্চায়েত নির্বাচন।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন,ম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা। এসবের মাঝে নির্বাচন কমিশনার জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ ১০ জুলাই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা , জলপাইগুড়ি, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, নদীয়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, উত্তর দিনাজপুরের একাধিক বুথে পুনর্নির্বাচন হবে। জানা গিয়েছে, সকাল ৭টা থেকে বিকেল ৫টা অবধি উল্লেখ্য বুথগুলোতে নতুন করে ভোটগ্রহণ হবে।

২০১৮ সালে পুনর্নির্বাচন হয়েছিল ৫৭৪টি বুথে। এবার মোট ৬৯৭টি বুথে ফের ভোট হবে। সূত্রে খবর, বেশিরভাগ ব্যালট নষ্ট ও বিভিন্ন কারণে পুনর্নির্বাচন। আবারও ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই।