শিয়ালদহ শাখায় ফের মেরামতির কাজ শুরু হয়েছে, বাতিল হল লোকাল ট্রেন

বাতিল হল লোকাল ট্রেন।

author-image
Adrita
New Update
ষ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ শিয়ালদহ স্টেশনে ফের শুরু হয়েছে মেরামতির কাজ। যার যেরে ফের একবার কাল ব্যহত হতে চেলেছে যাত্রী পরিষেবা। সূত্র মারফত জানা গিয়েছে যে, শিয়ালদহ ডিভিশনের উত্তর ও দক্ষিণ শাখায় বেশ কিছু কাজের জন্য রেলের তরফে ব্লক নেওয়া হবে। যার যেরে ট্রেন চলাচল ব্যাহত হবে আগামীকাল। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনও। 

Kolkata Local Train: সন্ধের পরে আরও বেহাল শিয়ালদহ মেন শাখা! দীর্ঘতম  প্রতীক্ষা নিত্যযাত্রীদের

জানা গিয়েছে যে, বাতিল হতে চলেছে শনিবার রাতে শেষ শিয়ালদহ-ডানকুনি লোকাল এবং ডানকুনি-শিয়ালদহ লোকাল। এছাড়াও, রবিবার বাতিল থাকছে শিয়ালদহ-ডানকুনি লোকাল এবং ডানকুনি-শিয়ালদহ লোকাল। 

এছাড়াও জানা গিয়েছে যে, কয়েকটি এক্সপ্রেসে ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছে, কলকাতা-সীতামঢ়ি, শিয়ালদহ-আজমের এবং পদাতিক এক্সপ্রেস এবং শিয়ালদহ-জয়নগর স্পেশাল ডানকুনির পরিবর্তে নৈহাটি-ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। 

বুধবার থেকে হাওড়া ও শিয়ালদহ সেকশনে কতগুলি করে লোকাল ট্রেন, সংখ্যা প্রকাশ  করে দিল রেল | Take a glance on the new time-table of local trains will run  from Howrah and Sealdah after lockdown

Add 1