নিজস্ব সংবাদদাতা : সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় ছিল চমক। মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায় ভোটে জিতে গোটা সাগরদিঘি জোড়াফুলে ভরিয়ে দেবেন বলেই আশাবাদী ছিল রাজ্যের শাসক দল। কিন্তু বড় ভোট মার্জিনে কংগ্রেসের বায়রন বিশ্বাসের কাছে পরাজিত হন দেবাশিস। সেই ভরাডুবির পর আগামীর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার সাগরদিঘিতে সাংগঠনিক রদবদল ঘটালো তৃণমূল। এমনকি, সাগরদিঘির তৃণমূল ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। তবে কি তার ওপর ভরসা হারালো দল? মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় হলেও ছাড় পেলেন না তিনি! উঠছে এমনই সব প্রশ্ন। তবে, ভোটে পরাজয়ের পর থেকেই তার ব্লক সভাপতির পদ নিয়ে শুরু হয়েছিল জল্পনা। শেষ পর্যন্ত সেই পদ থেকে সরানো হল তাকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হল সামশূর হোদাকে। অন্যদিকে, দেবাশিসকে জেলা কমিটির সদস্য পদ দিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি খলিলুর রহমান।