রাতের ভাঙড়ে নতুন করে উত্তেজনা, রাস্তায় বসে পড়লেন শওকত মোল্লা!

পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হলেও রাজ্যের পরিস্থিতি এখনও উত্তপ্ত।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ন্মন্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ রাতের ভাঙড়ে নতুন করে উত্তেজনা। কাঁঠালিয়া যাওয়ার পথে শওকত মোল্লা, আরাবুল ইসলামদের আটকে দিল পুলিশ। শনিবার রাতে কাঁঠালিয়া যাচ্ছিলেন শওকতরা। তখন ভাঙড় ব্রিজের কাছে তাঁদের বাধা দেয় পুলিশ। পুলিশকর্মীদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন তৃণমূল নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। প্রতিবাদে গাড়ি থেকে নেমে রাস্তায় বসে পড়েন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।

জানা গিয়েছে, কাঁঠালিয়ার তৃণমূল বুথ সভাপতি শেখ মোসলেমের বাড়িতে তাঁর মৃতদেহ এসে পৌঁছেছে। সেই খবর পেয়ে তাঁর বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন শওকত, আরাবুলরা। শবদেহবাহী গাড়ির পিছন পিছন যাচ্ছিলেন শওকতরা। কিন্তু মাঝপথে তাঁদের আটকে দেয় পুলিশ। শবদেহবাহী গাড়িটি কাঁঠালিয়ার দিকে যেতে দেওয়া হলেও, পিছনে থাকা শওকতদের গাড়িকে বাধা দেয় পুলিশ।