BREAKING : এই যুদ্ধ সন্ত্রাসবাদকে শেষ করার যুদ্ধ ! এবার অপারেশন সিঁদুর নিয়ে বড় মন্তব্য করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ভ্রাতৃত্ববোধ-এর নামে পাকিস্তান সফর! তুলোধোনা করলেন ভারতের এই নেত্রী
BREAKING : দেশের বিষয়ে আমরা সবাই এক ! এবার মোদির পাশে থাকার বার্তা দিলেন এই হেভিওয়েট নেতা
BREAKING : জন্ম থেকেই মিথ্যা বলে পাকিস্তান ! ফের পাকিস্তানকে আক্রমণ করলেন ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রী
পাকিস্তান এয়ার ডিফেন্স সিস্টেম শেষ, জানিয়ে দিলেন খোদ কর্নেল কুরেশি
BREAKING: "ভারতের দেওয়া প্রমান ব্যবহার করে পাকিস্তান"! হল ঘোষণা
BREAKING : গোটা দেশ মোদির সাথে আছে ! এবার মোদির প্রশংসা করলেন হেভিওয়েট কংগ্রেস নেতা
সাংবাদিক সম্মেলন করে পাকিস্তানি আক্রমণের প্রমাণ দিয়ে দিলেন কর্নেল সোফিয়া কুরেশি
BREAKING : পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শোকপ্রকাশ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট !

বিনা পরিশ্রমেই পারিশ্রমিক! দায়ের অভিযোগ

ঢালাই রাস্তা ও জল নিকাশি ব্যবস্থা কোথায়? কাজের আগেই টাকা আত্মসাৎ করার অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সুপার ভাইজার ও ঠিকাদারের বিরুদ্ধে। ক্ষিপ্ত স্থানীয়রা। পূর্ব মেদিনীপুরে শোরগোল।

author-image
Pallabi Sanyal
New Update
111


নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : কাজ না করেও টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সুপার ভাইজার ও ঠিকাদারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের চককন্দু গ্রামের ঘটনা। স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি, পঞ্চায়েতে গত ২০২১- ২২ অর্থবর্ষে এমজিএনআরজিএস প্রকল্পে কংক্রিটের ঢালাই রাস্তা ও জলনিকাশির জন্য চককন্দু গ্রামে প্রায় ১৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। গ্রামবাসীদের অভিযোগ, কোন কাজ না করেই মথুরা গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার ও ঠিকাদার অন্য রাস্তা দেখিয়ে সমস্ত টাকা তুলে নিয়েছে। বহুবার স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে দরবার করেও মেলেনি সুরাহা। এরপরই চককন্দু গ্রামের বাসিন্দা রজনিকান্ত দাস তথ্য জানার অধিকার আইনে লিখিত অভিযোগ জানান। এরপরে সমস্ত তথ্য বেরিয়ে আসে।  পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক আধিকারিক ও পটাশপুর ২ ব্লক প্রশাসনের আধিকারিকেরা চককন্দু গ্রামে এসে সরজমিনে সমস্ত কিছুই খতিয়ে দেখেন। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা।