আসছে 'রেমাল' , কি কি প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার ?

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল।

author-image
Adrita
New Update
স্ব

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। বিগত বছরগুলিতে মে মাসেই আছড়ে পড়েছিল আয়লা, আমফান, ইয়াস প্রভৃতি। ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল বাংলা। ফের একবার তাণ্ডব আসতে চলেছে বাংলায়। তবে এবার প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসন। 

Cyclone Remal: ঘূর্ণিঝড়ের নাম কে রাখল রেমাল? এর অর্থই বা কী? জানলে অবাক  হবেন - Bengali News | Cyclone Remal: Who Named this Cyclone? What is the  Meaning of Remal, How it

সূত্র মারফত জানা গিয়েছে যে, অতি বৃষ্টির ফলে শহরতলির নানা এলাকা জলে ডুবে যেতে পারে। তাই ঝড়বৃষ্টি মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছে রাজ্য প্রশাসন। ত্রাণের সামগ্রীও এক জোট করা হয়েছে। ঝড়ে ভেঙে যাওয়া গাছ দ্রুত সরাতে গাছ কাটার মেশিন রাখা হয়েছে। অতিরিক্ত জল নিকাশির জন্য রাখা হয়েছে ৪০৮টি পাম্প।  

Cyclone Remal Updates: ঘূর্ণিঝড়টির ঠিক কী পরিস্থিতি? 'অতিরঞ্জিত' নয়,  দুর্যোগের সর্বশেষ আপডেটে IMD যা বলছে - Cyclone remal bay of bengal, severe  cyclone storm west bengal and bangladesh ...

 

Add 1