নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় রেমাল গতকাল রাতে ল্যান্ডফল করেছে বাংলাদেশের খেপুপাড়া ও সাগরের মঝখানে। তার জেরে এর প্রভাব পড়েছে বিস্তৃর্ণ এলাকায়। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দুই ২৪ পরগণায়। তবে পূর্ব মেদিনীপুরে এর প্রভাব সেই অর্থে অতোটা পড়েনি বলেই জানা যাচ্ছে। মৌসম ভবনের রিপোর্ট অনুসারে, ঘূর্ণিঝড় আরও কিছু সময়ের জন্য প্রায় উত্তর দিকে এবং তারপর উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে থাকবে এবং আজ সকালের মধ্যে ধীরে ধীরে এই ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হবে। মন্দারমণিতে সকালেও দেখা যাচ্ছে সমুদ্রের গর্জন। আজ সারাদিনই সমুদ্র উত্তাল থাকবে বলেই জানা যাচ্ছে।