পারদ পতন : স্বস্তি ফিরলেও আতঙ্কিত ধান চাষীরা!

শনিবার রাত থেকে বদল ঘটেছে আবহাওয়ার। সেই গরম আর নেই।স্বস্তি পেলো মানুষজন। তবে ঝড়-বৃষ্টি বাড়লে মাঠের পাকা ধানের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

author-image
Pallabi Sanyal
New Update
sky

পশ্চিম মেদিনীপুরের আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ। ঠান্ডা বাতাস বইছে। বর্তমানে তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। দক্ষিনবঙ্গ জুড়ে যেভাবে তাপপ্রবাহ চলছিল তা থেকে স্বস্তি পেলো মানুষজন। রবিবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং,পিংলা সহ অন্যান্য এলাকা গুলিতে মেঘলা আকাশ,ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে।আবহাওয়া অনেকটাই ঠান্ডা।বন্ধ করতে হয়েছে বাড়ির ফ্যান। শনিবার রাত থেকে বদল ঘটেছে আবহাওয়ার। সেই গরম আর নেই।স্বস্তি পেলো মানুষজন। তবে ঝড়-বৃষ্টি বাড়লে মাঠের পাকা ধানের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।