নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হবে। সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ দুর্গাপুর ব্যারেজ থেকে দুপুর বারোটা পর্যন্ত জল ছাড়ার পরিমাণ ছিল ১ লক্ষ ৩৭ হাজার কিউসেক। আরও জানা গিয়েছে যে, রাতের বেলায় এই পরিমাণ আরো বাড়বে। এছাড়াও, মধ্যরাতে পরিমাণ ২ লক্ষ ৭০ হাজার কিউসেকে গিয়ে পৌঁছবে বলে জানা গিয়েছে। এর ফলে দুই বর্ধমান তো বটেই, বাঁকুড়া, হুগলি, হাওড়াসহ বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরী হয়েছে।
এই বিষয়ে, দুর্গাপুর ডিভিশনের সেচ আধিকারিক সঞ্জয় মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে, '' ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। পশ্চিম বর্ধমান জেলার দুর্যোগের পরিস্থিতির উন্নতি হলেও, যদি ঝাড়খন্ডের বৃষ্টিপাত না কমে, তাহলে মাইথন পাঞ্চেত ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরো বাড়বে। ''
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে। সংশ্লিষ্ট বিষয়ে জেলার প্রশাসনকে ইতিমধ্যে সব জানানো হয়েছে। সব মিলিয়ে ফের জল ছাড়ার পরিমাণ বাড়ানোর সতর্কতা জারি হওয়ায়, আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার মানুষজন। এছাড়াও, বেশ কিছু এলাকা পুরোপুরি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।