দেশের সেনাদের জন্যে বিশেষ পুজো আদিবাসীদের
প্রধানমন্ত্রীর বক্তব্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা, প্রতিরক্ষামন্ত্রীর প্রশংসা
উত্তপ্ত সীমান্ত, তার মধ্যেই চলছে দুষ্কর্ম
ফের পাক হানার ভয়! মোদীর ভাষণের পরেই অমৃতসরে ব্ল্যাক আউট ঘোষণা, বাজছে সাইরেন
ব্যান পিরিয়ডে মৎস্য দফতরের তরফ থেকে চলছে বাড়তি নজরদারি
অপারেশন সিঁদুর কোনও অভিযানের নাম নয়, ভারতীয়দের আবেগের নাম! কী বললেন প্রধানমন্ত্রী
BREAKING: ধর্মের ভিত্তিতে ভারতের একতা নষ্ট করতে পারবে না জঙ্গিরা! কড়া বার্তা প্রধানমন্ত্রীর
BREAKING : জল আর রক্ত একসাথে বইতে পারে না ! পাকিস্তানকে বড় বার্তা দিলেন মোদি
BREAKING: বাহাওয়ালপুর এবং মুরিদকে- নাম উল্লেখ করে বিশেষ দাবি করে দিলেন মোদী!

রিলের নেশায় মত্ত পড়ুয়া, আগ্নেয়াস্ত্র হাতে শ্যুট, শেষ হল প্রাণ সেখানেই

কীভাবে তাঁর কাছে আগ্নেয়াস্ত্র এলো, তা সন্ধান চালাচ্ছে পুলিশ। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shooto1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: হঠাৎ বীভৎস শব্দ। কেঁপে ওঠে গোটা এলাকা। বাড়িতে গিয়ে দেখা যায়, অষ্টম শ্রেণীর ছাত্র মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে, আর তাঁর মাথা দিয়ে গলগল করে রক্ত বেরচ্ছে। এমনই ভয়ঙ্কর দৃশ্য দেখতে হয় পরিবারের লোকজনদের। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মালদার কালিয়াচকে। 

পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন সেভেন এমএম পিস্তল নিয়ে সামিউল ও তাঁর বন্ধু সাফি রিল তৈরি করছিল। সেই সময়ই এই ঘটনা ঘটে। সেই সময় বাড়িতে কেউ ছিল না। তারা দুজনে ওই পিস্তল নিয়ে রিল বানাচ্ছিল। সেই সময়ই আচমকা পিস্তল থেকে গুলি ছুটে গিয়ে লাগে সামিউলের মাথায়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে সে। 

shoot

তাঁর দেহের পাশে পড়েছিল ওই আগ্নেয়াস্ত্র। তড়িঘড়ি সামিউলকে চিকিৎসার জন্য স্থানীয় সিলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সামিউলকে মৃত বলে ঘোষণা করেন। 

যা জানা যাচ্ছে, সামিউলের মাথায় ছিল বুলেটের চিহ্ন। আত্মহত্যা নাকি, খুন তা নিয়ে ধন্দে পড়ে পুলিশ। এরপর শুরু হয় তদন্ত। সামিউলের বন্ধু সাফি কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। কীভাবে তাঁর কাছে আগ্নেয়াস্ত্র এলো, তা সন্ধান চালাচ্ছে পুলিশ। 

publive-image