নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: রাস্তার পাশে থাকা একটি ব্যাগ মাঝে মাঝেই নড়ে উঠছে যা দেখে সন্দেহ জাগে রিক্সা চালকদের। ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ। এমন জিনিস আগে দেখেননি তারা কেউ। মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্র কালেক্টরেট মোড়ে সেই ব্যাগ ঘিরে ছুটে আসতে হয় পুলিশকে।
ব্যাগ খুললে দেখা যায় তার মধ্যে রয়েছে ভিন্ন প্রজাতির সাপ। ডাক পড়ে সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তীর। মূলত পাচারের চক্রান্ত ছিল বলেই অনুমান বন দপ্তরের। দুটি সাপ এর আগে এই অঞ্চলে দেখা যায়নি। সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তী সাপ দুটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন।
দেবরাজ বলেন, "এই সাপ মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে দেখা যায়। সাপটির নাম রেড স্যান্ড বোয়া। এই সাপের কোন বিষ নেই।"
বন দপ্তরের গোপগড় বিট আধিকারিক মলয় নন্দী বলেন, "এই সাপগুলি শুষ্ক অঞ্চলে দেখা যায়। কেউ বা কারা পাচার করার চেষ্টা করছিলেন। লোকজন বুঝতে পারায় ফেলে দিয়ে পালিয়ে যেতে পারে। তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।" উল্লেখ্য, এর আগেও মেদিনীপুরে সাপ পাচারের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছিল বন দপ্তর। ফলে এদিন নতুন করে ভিন রাজ্যের সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।