West Bengal: বর্ষার চোখরাঙানি! আসছে মহাপ্রলয়! জারি Red Alert

এতদিন গরমের জন্য বাংলার মানুষের অস্বস্তির সীমা ছিল না। এবার বৃষ্টিতে জেরবার মানুষ। প্রাক বর্ষার বৃষ্টিতে জেলায় জেলায় জারি করে দেওয়া হয়েছে সতর্কতা।

author-image
Anusmita Bhattacharya
New Update
rainfall.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এই বছর তীব্র গরমে তাপপ্রবাহ চলেছে গোটা বাংলায়। এই আবহে সবাই বর্ষার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছিল। সেই বর্ষা আসে ৫ দিন দেরিতে। তবে এখন বর্ষার চোখরাঙানিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বহু জায়গায়। এক কথায় এখনই বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই আবহে জেলায় জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ অতি ভারী থেকে অত্যধিক ভারী মাত্রায় বৃষ্টি (৭০ থেকে ২০০ মিলিমিটারের বেশি) হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে এই তিন জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। সাবধানে থাকুন।