নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ খড়গপুর স্টেশন থেকে দুইজনকে আজ সকালে গ্রেফতার করলো জিআরপি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সোনার বিস্কুট থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, ডলার, দিনার ও রুপো জিনিসপত্র যার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ যখন ভুবনেশ্বর হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস যখন খড়গপুর স্টেশনে ৭ নম্বর প্লাটফর্মে পৌঁছায় তখন জিআরপির স্পেশাল ড্রাইভ চলছিল। দুজনকে দেখেই সন্দেহ হয় পুলিশের। দুজনের নাম রওশন কুমার মণ্ডল এবং উদয়কুমার ঠাকুর।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, তেলেঙ্গানার কংগ্রেসের প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টার মাাল্লু ভাট্টি বিক্রম কাজেরসূত্রে বিদেশে গিয়েছিলেন। বাড়িতে রেখে গিয়েছিলেন কাজের ছেলে রওশন কুমার মন্ডলকে। রওশন কুমার মন্ডল বিহারের বাসিন্দা। সে ফোন করে ডাকে তার এক বন্ধু উদয়কুমার ঠাকুরকে। ডেপুটি চিফ মিনিস্টার বাড়িতে না থাকায়, তারা বাড়ি থেকে চুরি করে প্রচুর পরিমাণে টাকা, সোনা, বিদেশি কারেন্সি, রুপোর জিনিসপত্র।
ইতিমধ্যেই খড়গপুর থেকে তেলঙ্গানা পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসআরপি দেবশ্রী সান্যাল। তার কথায়, '' কদিন আগে তেলেঙ্গানার ডেপুটি চিফ মিনিস্টারের বাড়িতে চুরি হয়েছিল। সেই চুরির তদন্ত চলছিল বিগত কয়েকদিন ধরে। আজ আমরা যখন আমাদের স্টেশনের অভিযান চালাচ্ছিলাম, তখন এই দুজনকে দেখেই সন্দেহ হয়। তখনই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে এই জিনিসপত্রগুলি উদ্ধার করেছে। কাল এই দুই অভিযুক্তকে আমরা কোর্টে তুলব। ''