নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর: একদিকে বাংলায় যখন ভোটের তাপ বাড়ছে তখনই ঠিক অনুরূপভাবে জঙ্গলমহলে বেড়ে চলেছে তাপপ্রবাহ। তবে এবার রেকর্ড ভাঙল পশ্চিম মেদিনীপুর জেলায়। ৪৬ পার করে ৪৭ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর গোয়ালতোড় এলাকায়।
মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের তরফে জানা গিয়েছে বেলা ১টা নাগাদ সংগৃহীত ৪৬.৮৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে গিয়ে পৌঁছেছে। যা বিগত কয়েক মরশুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। চলতি মরশুমে রেকর্ড গরম পড়ার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিয়ে গিয়েছে।
এপ্রিলের শুরু থেকেই প্রবল গরম আর তাপপ্রবাহ কাবু হয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। তাপ প্রবাহের সাথে সাথে বইছে লু। গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রার নিত্য নতুন রেকর্ড হচ্ছে প্রতিদিনই। এই পরিস্থিতিতে বৃষ্টি কবে হবে তা আবহাওয়াবিদরা বলতে পারছেন না। তবে আগামী দু-তিন দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।