ভরা কোটালে সমুদ্রে! পড়ুন আর সাবধান হন

সমুদ্র অনেকেই পছন্দ করেন। কাছাকাছি দু একদিনের জন্য সমুদ্রে বেড়াতে যেতে চাইলে আদর্শ স্থান হল দীঘা। তবে অনেকেই অসচেতনতাবশত স্নান করতে নেমে ডেকে আনেন বিপদ। যার ফল হয় চরম। পড়ুন। সতর্ক হন।

author-image
Pallabi Sanyal
New Update
১১

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : দীঘায় বেড়াতে এসে ফের কলেজ ছাত্রের সমুদ্রে ডুবে মৃত্যু । আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় দীঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন শহরে।ঘটনায় জানা যায়, গতকাল হুগলি তারকেশ্বর থেকে  একটি পর্যটকের দল দীঘায় আসে। তারা ওল্ড দিঘার একটি হোটেলে ওঠেন। বুধবার সন্ধ্যা নাগাদ দুই বন্ধু অরিন্দম দে(১৯) ও তারকেশ্বর বিশ্বাস নামে  দুই কলেজ ছাত্র  ওল্ড দিঘায় ব্লুভির ঘাটে স্নান করতে নামে। অমাবস্যার কোটাল থাকায় দুজনেই তলিয়ে যায়। স্থানীয় নুলিয়া এবং পুলিশ প্রশাসন তারকেশ্বরকে উদ্ধার করে দীঘা হাসপাতালে পাঠালেও অরিন্দম তলিয়ে যায়। বুধবার সকালে ওল্ড দিঘার হাসপাতাল ঘাটে অরিন্দমের দেহ ভেসে ওঠে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তারকেশ্বর এখন আপাতত সুস্থ। তবে বৃষ্টির মরশুম শুরু হওয়ায় কার্যত উত্তাল থাকছে সমুদ্র, এবং পর্যটক এর সংখ্যাও দিন দিন বাড়ছে পর্যটন শহর দিঘায়।