নিজস্ব সংবাদদাতাঃ রেশন দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। এর মধ্যেই এবার আরেক দুঃখের খবর শোনালো রেশন ডিলাররা। জানা গিয়েছে, তাদের দাবি দাওয়া না মানলে ডিসেম্বর মাস থেকেই বন্ধ হয়ে যাবে রেশন পরিষেবা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের জেনারেল সেক্রেটারি বিশ্বম্ভর বসু এক সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান। তার কথায়, “ আমাদের রাজ্য কমিটির বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়েছে, সমস্যাগুলি না মিটলে, ডিসেম্বর মাস থেকে বাংলার রেশন ডিলাররা রেশন পরিষেবা থেকে সরে দাঁড়াব। ”
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের জেনারেল সেক্রেটারির বক্তব্য, কেন্দ্রীয় সরকার বর্তমান বাজারদর অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বাড়াচ্ছে। কিন্তু রেশন ডিলারদের কমিশন সমান তালে বাড়ানো হচ্ছে না বলেই ক্ষোভ তার। তিনি আরও জানান, “ ২০২২ সালের এপ্রিলে ২০ টাকা বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু সেটায় আমাদের হচ্ছে কি না, সেটা দেখার সময় এখনও কেন্দ্রীয় সরকার পায়নি। ”