নিজস্ব প্রতিবেদন : মালদার কালিয়াচকে বড়সড় রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে, যেখানে তৃণমূল নেতা ও রেশন ডিলার আশরাফুল ইসলামের বিরুদ্ধে প্রায় ৮ কোটি টাকার জরিমানা করা হয়েছে। তার ডিলারশিপ সাসপেন্ড করা হয়েছে এবং ফুড সাপ্লাই ইনস্পেক্টরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
২০১৫-২০২২ সালের মধ্যে ভুয়ো রেশন কার্ড বানিয়ে খাদ্য সামগ্রী আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। জেলা খাদ্য দফতরের ডেটা এন্ট্রি অপারেটরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয়দের দাবি, কোটি কোটি টাকার খাদ্য সামগ্রী আত্মসাত হয়েছে। এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে, প্রাথমিক তদন্তে ৭ কোটি ৮৫ লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা প্রমাণিত হয়। তৃণমূল নেতা এই শাস্তিকে আদালতে চ্যালেঞ্জ করেছেন।
গত মাসেই রেশন দুর্নীতি কাণ্ডে নতুন তথ্য প্রকাশ পেয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে আনিসুর রহমান ও তাঁর দাদা আলিফ নুরের মাধ্যমে হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। তৎকালীন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও আর্থিক লেনদেনের বিষয়টি উঠেছে। ইডি এই ঘটনায় ১৫৭ পাতার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে এবং আরও দুই রেশন ডিস্ট্রিবিউটর ও চারটি সংস্থার বিরুদ্ধে তথ্য জমা করেছে।