ভাষা দিবসে বাইক চালকদের গোলাপ উপহার দিলো ৱ্যাপিডো

আন্তর্জাতিক ভাষা দিবসে নজিরবিহীন উদ্যোগ নিল হাওড়া ট্রাফিক পুলিশ এবং অ্যাপ বাইক চালক সংস্থা ৱ্যাপিডো (Rapido)। হেলমেটবিহীন বাইক চালকদের জন্য (Rapido) ৱ্যাপিডো-র তরফে দেওয়া হল হেলমেট। শুধু তাই নয়, ট্রাফিক আইন ভেঙে যাঁরা এলেন, প্রত্যেকে পেলেন গোলাপ ফুল।

author-image
Shroddha Bhattacharyya
New Update
rgty

নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক ভাষা দিবসে নজিরবিহীন উদ্যোগ নিল হাওড়া ট্রাফিক পুলিশ এবং অ্যাপ বাইক চালক সংস্থা ৱ্যাপিডো (Rapido)। হেলমেটবিহীন বাইক চালকদের জন্য (Rapido) ৱ্যাপিডো-র তরফে দেওয়া হল হেলমেট। শুধু তাই নয়, ট্রাফিক আইন ভেঙে যাঁরা এলেন, প্রত্যেকে পেলেন গোলাপ ফুল।

এদিন হাওড়ার গোলাবাড়ি ট্রাফিক পোস্টে হেলমেটবিহীন বাইক চালকদের জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। ৱ্যাপিডো-র (Rapido) তরফে চালকদের হাতে তুলে দেওয়া হয় হেলমেট। এই উদ্যোগে শামিল হন হাওড়া পুলিশ কমিশনারেটের (ট্রাফিক) ডিসি সুজাতা বীণাপাণি। ছিলেন গোলাবাড়ি ট্রাফিক গার্ডের ইনচার্জ বিপ্লবকুমার মণ্ডল এবং Rapido-র তরফে উপস্থিত ছিলেন সুমন মণ্ডল। পুলিশ আধিকারিক বিপ্লবকুমার মণ্ডল জানান, ''এই উদ্যোগ সত্যিই অন্য রকম। খুব ভালো লেগেছে Rapido এমন একটা কাজ করছে। আমি বলব, সকলেই আইন মেনে চলুন। একটি হেলমেট প্রাণ বাঁচাতে পারে!" এই উদ্যোগের কথা জানাতে গিয়ে ৱ্যাপিডো (Rapido)-র সুমন মণ্ডল বলেন, "সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের ধন্যবাদ। আমাদের সাহায্য করার জন্য।''

add 4.jpeg

cityaddnew

স

স