নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার থেকেই দ্রুত পাল্টে যাবে রাজ্যের আবহাওয়া। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ থাইল্যান্ড সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবার তা নিম্নচাপে পরিণত হতে পারে। শক্তি বাড়িতে প্রথমে গভীর নিম্নচাপ ও পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানিয়েছে।
এই বিষয়ে মৌসম ভবনও সতর্ক করে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে, তার নাম হবে মিগজাউম। এই নামটি মায়ানমার দিয়েছে। প্রাথমিকভাবে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, পশ্চিম ও উত্তর পশ্চিম দিক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলে এই নিম্নচাপের গতিমুখ রয়েছে। পরে এই নিম্নচাপটি তার গতিমুখ পরিবর্তন করতে পারে। এর জেরে রাজ্যের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।