দিগ্বিজয় মাহালি, ডেবরাঃ রানীগঞ্জ, ডোমজুরসহ একাধিক সোনার দোকানে ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো তোলপাড় হয়েছে রাজ্য। এই ধরনের ঘটনায় সোনা ব্যাবসায়ী বা দোকানদারদের কী ভূমিকা থাকবে ? কী কী তাদের করণীয় সেই নিয়েই সজাগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।
এই বিষয়ে জেলার প্রত্যেকটি থানা এলাকার সোনা ব্যাবসায়ীদের নিয়ে বৈঠক করলেন থানার পুলিশ আধিকারিকরা। সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলা এলাকার সোনা ব্যাবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন পুলিশ আধিকারিকরা। পিংলা, সবং ও ডেবরা মিলে একশোর বেশী সোনা দোকান রয়েছে। তাদের সঙ্গে বৈঠকে ডেবরা এস ডি পি ও দেবাশীয় রায়, ডেবরা সি আই ও ওসিরা। কী কী নিয়মে দোকান খুলতে হবে। নিরাপত্তার জন্য কী কী দরকার সেই নিয়ে টানা মিটিং চলছে থানায় থানায়।