নিজস্ব সংবাদদাতা: সিতাইয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের দ্বারা কুরুচিকর আক্রমণের শিকার হয়েছিলেন আশ্রমের অধ্যক্ষ। সিতাই শাল্টিবাড়ি গ্রামে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের অধ্যক্ষ বিজ্ঞানানন্দ মহারাজের সাথে কুরুচিকর ব্যবহার, এবং অভদ্র আচরনের প্রতিবাদে গর্জে উঠেছে সুবুদ্ধি সম্পন্ন মানুষও।
গত ১৩ই অক্টোবর বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ অধ্যক্ষকে হেনস্থা করেন বলে অভিযোগ। এই ঘটনায় আশঙ্কিত ছিলেন অধ্যক্ষ। সিতাইয়ের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে উপস্থিত হয়ে বিজ্ঞানানন্দ মহারাজের সঙ্গে আগেই দেখা করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সোমবার দুপুর ১:৩০ নাগাদ তিনি পৌঁছে গিয়েছিলেন! সেখানে গিয়ে প্রথমে সংসদকে আক্রমণ করেন উদয়ন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অনন্ত মহারাজ। এর আগে বারবার রামকৃষ্ণ মিশনে আক্রান্ত হয়েছেন অধ্যক্ষ থেকে স্বামীজিরা। ঘটনায় লেগেছিল রাজনৈতিক রঙ।
এদিকে সিতাই তে আক্রান্ত আশ্রমের অধ্যক্ষের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। বুধবার দুপুর বেলা ওই আশ্রমে চলে যান মন্ত্রী উদয়ন গুহ। তার ফোন থেকেই অধ্যক্ষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মহারাজের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এছাড়া মুখ্যমন্ত্রীর তরফ থেকে বেশকিছু সামগ্রী উক্ত আশ্রমের অধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয়।